রুপসী বাংলা
আজহারুল ইসলাম আল আজাদ

কোথাও পাহাড়  কোথাও নদী
কোথাও সাগর কোথাও ভুমি!
নীল আকাশে মেঘের ভেলায়
নীল দিগন্তের শেষ,
সে যে আমার সোনার বাংলা
আমার বাংলাদেশ।

ফসল ভরা মাঠের হাসি,
রোদের কনা রাশি রাশি
সন্ধ্যা কালে জোনাই জ্বলে
হুক্কাহুয়া শেয়াল ডাকে
বন বাদাড়ে বেশ!
সে যে আমার সোনার বাংলা
আমার বাংলাদেশ।

রক্তে কেনা  বাংলা আমার,
মাতৃভূমি ভালবাসার,
পাক বাহিনী পরাজয়ে পিছু
হটলো অবশেষ,
সে যে আমার সোনার বাংলা
আমার বাংলাদেশ।

নদীর মাঝে নৌকা চলে
চরে কানা বকের ঝাক
পাখ পাখালি উড়ে চলে
পাখি বসে ঘাষের ডগায়
মধু খাচছে বেশ!
সে যে আমার সোনার বাংলা
আমার বাংলাদেশ।

আমার দেশের মাঠে মাঠে
সোনালী ধানের হাসি,
আলের গর্তে ছোটন ঘুমায়,
দুরের মাঠে রাখাল বাজায় বাঁশি
কী মনোরম পরিবেশ;
সে যে আমার রুপসী বাংলা
আমার বাংলাদেশ।