টস টসে ডাসা ডাসা
পাকা পাকা পেয়ারা,
জিভের জল টলোমল
দেখেই চেহারা।
গাছ থেকে পেড়ে এনে
কাটারিতে কাটছে,
কিল বিলে পোকাগুলো
হন হনে হাটছে।
বাইরের রুপ দেখে
তাকালি তো চুপিসারে,
কি জানি কি আছে
দেখি তারে বারেবারে।
কোন এক শুভক্ষনে
দেখা হয় তার সনে,
কেমনে জানা যাবে
কি আছে তার মনে?
চলন বলন মনের মতন
ভীতর পঁচা বিষে,
ভাবি বসে ধানে আর পাতানে
কভু না মিশে।
রূপ জগতে গুনের বিচার
করা বড় কঠিন,
রূপবান শুধু দৃশ্য মান
গুন সে তো আভ্যন্তরিন।