বয়স প্রায় পঞ্চাশ
হাটতেই হ্যাসপ্যাস,
ঝিম ঝিম মাথাটা
নাচে চোখের পাতাটা।

মাংস বেড়ে নাকটায়
ধুক পুক করে বুকটা
দাত ব্যথায় ফোলে মুখটা
বাড়ে হার্টের ব্যথাটা।

প্রসাব হয় ঘন ঘন্
পায়খানা কোস্টকাটিন্য,
মোচর দেয় তল পেটটা
বেড়েছে হয়ত ড্যয়াবেটিসটা।

জাম জাম বুকটা
বেড়েছে কাশিটা
রোগে রোগে মিশে
গেছে মুখের হাসিটা।

হাত পায়ের সরসরি
সামনে শুধুই ভুড়ি
ঘুমালে বাজে শুধু
নাকের বাঁশিটা।

ডাক্তারের কাছে গেলে
ডাক্তার দিল বলে,
পেঁয়াজ আর তেল গরম করে
বুকে দিলে দুর হবে কাশিটা।

পেঁয়াজের দাম শুনে
ভাবে রোগী মনে মনে,
পেঁয়াজ কেনা সম্ভব না
যদিও বাড়ে রোগটা।