ছড়া
রাইসামনির গাড়ি

গাড়িতে উঠে রাইসা আজ
চাঁদের সাথে হাসে,
খাবার ক্ষিদে ভুলে সে
গাড়িতে বসে নাচে।
উপরে আকাশ নিচে মাটি
গাড়িতে রাইসামনি,
আগের মত রাইসার এখন
নেই কোন গোঙানি।

রাইসার চোখে ঘুম নেই
গাড়ি পাগল মন,
গাড়ি এখন আপন তার
অচিন আপনজন।