রিপুর তাড়নায় মেতেছ,
ভাল করনি প্রিয় ভুল করেছ;
দুনিয়ার মোহে যে সাধে
ডুবে রয়েছ প্রিয় ভুল করেছ।
তো বেশ করেছ রাগ করেছ
এক ধাপ পিছিয়েছ;
ধৈয্য হারিয়েছ তো সফলতা
থেকে দুরে গিয়েছ!
কামনার মোহে ব্যস্ত হয়েছ
চরিত্রকে ধ্বংস করেছ,
লোভে লোভে মেতেই চলেছ,
বিনাশকে আলিঙ্গন করেছ।
ক্রোদের অনলে জ্বলে পুরে
অঙ্গার হয়েছ;
ভুলের মাঝে ডুবে রয়েছ,
ক্রোদের ধুম্রজাল ছিড়ে ফেল।
হিংসুটে জীবন বড়ই অশান্ত
বেছে থেকেই করে জালাতন,
ত্যাগ কর প্রিয় ত্যাগ কর;
হিংসা বিদ্বেষ মুছে ফেল।