তোমায় যখন দিনে দেখি
দেখি গায়ে সূর্যের কিরণ,
আলোকিত সাড়া দেহ
গাল দুটো সোনার বরণ।

তোমার সুন্দর মুখের মাঝে
দেখি সুন্দর ঠোঁটের হাসি,
সেই হাসিতে হার মেনেছে
দিনের রবি রাতের শশী।

তোমার সুন্দর কপাল মাঝে
পড়েছ সুন্দর লাল টিপ,
আঁধারে রাতের জ্বলন্ত এক
সত্য আলোর দীপ।

তোমার কালো কেশের মাঝে
বেঁধেছ ফিতায় বেণী,
দেখে হৃদয় চমকে উঠে
যেন বিদ্যুতের ঝলকানী।

তোমার হাতের আংগুলে
সোনার আংটি জ্বলে,
আমার হৃদয় পুড়ছে সদা
তোমার প্রেমানলে।