প্রতারকের খপ্পরে নিঃস্ব
আজহারুল ইসলাম আল আজাদ
হাবুমিয়ার বড় ছেলে নাম তার বাবু,
লেখাপড়ার খরচ দিতে হাবু হল কাবু
লেখাপড়া করে বাবু করল এম এ পাশ
চাকুরীর পিছনে ঘুরে বাবুর হলো সর্বনাশ।
এম এ পাশ করা বাবু ভাল চকুরীর আশে
বাবার জমি যা ছিল সব দিল বেছে,
হাবুমিয়া ভাবে মনে বাবুর চাকুরীতো হবে
আমি আর কদিন থাকব তারেতো সবে।
হাবুমিয়ার নিকটাত্মীয় সাবু তার নাম
চাকুরীর দালালী করাই হলো তার কাম
চাকুরী দেয়ার নামে নিল দশলক্ষ টাকা
বড়লোক হল সাবু বাবু খেলো ধোকা।
বাবুমিয়া ধোকা খেয়ে হয়ে গেল বোকা,
দুধের মাছিও চালাক সে শাকের পোকা
অবোধ বালকের ন্যায় হলো কচি খোকা,
লোকও লজ্জার ভয়ে ঘরে বসে থাকা।
হাবুমিয়া টাকার জন্য যায় সাবুর কাছে
টাকা দেয়ার নাম করে ঘুরায় পিছে পিছে,
লোভে হাবু করে সাবুর সংসারের কাজ
হঠাৎ জানালো সাবু কিসের টাকা চাস।
কথা শুনে হাবুমিয়ার মাথা গেলো ঘুরে
কথা বলে সাবুমিয়া চলে গেলে দুরে,
এইভাবে পাঁচটি বছর বাবুর কেটে যায়
চাকুরীর বয়স নেই কি হবে উপায়?
বাড়ীর বের হবে বাবু নেই কোন সম্বল,
বিছানাতে আছে শুধু কোল বলিশ কম্বল
হাবুর হাতে ভিক্ষার ঝুলি বাবুর চোখে জল
সাবু খেলো টাকাগুলো এম এ পাশের ফল।
হাজার হাজার এম এ পাশ শিক্ষিত বেকার
ছোটকাজ করছে কেউ না পেয়ে উপায়ন্তর,
বেকার দায়ে কথার জালে প্রতারকের খপ্পর
মুখোশের অন্তরালে লোভে পড়ে সাধু ও চোর।