প্রহসন

আপন জনের প্রহসনে
ব্যথায় ব্যতীত মন,
অন্তর পুড়ে দাবানলে
ছুটাছুটি সারাক্ষন।

দীপ্ত শিখা নিভে না আঁখিজলে,
হয়না কভু প্রশমণ,
জ্বলে ধিকিধিকি
অঘটন ঘটে যখন তখন।

সিক্ত  রিক্তবক্ষ যেন
মরুভুমি সাহারা,
সময়পেক্ষায় মরন দুত  
দেয় পাহাড়া।