আমরা ব্রিটিশ হটিয়েছি
কিন্তু মীর জাফরকে হটাতে পারিনি
আমরা পাকিস্তানী তাড়িয়েছি
রাজাকার তারাতে পারিনি।
মীর জাফর আলীর বংশই
রাজাকার, আলসামস,আলবদর
জেগে ঘুমায় তারা,তারা
ভিন দেশিদের একান্ত অনুচর।
বাঙ্গালীর রক্ত যখন ঝড়ে,
শত্রুর সাথে ফুর্তি তারা করে
শত্রুর সাথে গলাগলি করে
অর্থের লাগি পিছু পিছু ঘোরে।
তারা নিজ গোত্রকে যায় ভোলে,
শত্রুকে কোলে নেয় তোলে,
তারা ভোলে শিকরের কথা
এখন তারা ভিনদেশীর প্রেতাত্মা।