এ ধরা পাগলে ভরা
আকাশ ভরা তারা
ব্যর্থপ্রেমে পথ ভুলেছে যারা,
তারাই পাগল পারা।
প্রেম পাগল বদ্ধ পাগল
সামনের সব প্রিয়া তার,
যা দেখে জড়ায় ধরে
কাঁদতে থাকে বারবার।
চলতে পথে আপন হাতে
চিঠি ভেবে কাগজ কুড়ায়
মাঝে মাঝে গানের ভাজে
নেচে নেচে প্রাণ জুড়ায়।
তাজা প্রান ফুলের ঘ্রান
প্রেমে পরে নস্ট হয়,
আসল সোনার কর্মকার
নকল সোনা চিনতে পায়।