********--প্রেম ছলনা--*******
. . আজহারুল ইসলাম আল আজাদ
রুনু ঝুনু বাজে নুপুর
বাজে হাতের গয়না,
খাঁচা ভেংগে উড়াল দিল
পাশের বাড়ীর ময়না।
কন্ঠে ছিল মধুর বুলি অন্তরেতে বিষের হাড়ি
ছলচাতুরি যায়নি বোঝা
প্রেমে হল দেশান্তরী।
কত প্রেমিক প্রেমে পড়ে
হয়ে গেল বাস্তহারা,
দেনার দায়ে পথে পথে,
এখন তারা কপাল পোড়া।
প্রেম করে মনছুর হাল্লাজ পুরে হল ছাই,
দিবানিশি জপে ছিল
আল্লাহ মালিক সাঁই।
১০১ খুনের প্রেমিক হল
নিজামুদ্দীন আউলিয়া।
লাইলীর প্রেমে মজনু পাগল
পথে বেড়াল কান্দিয়া।
মওলার প্রেম জগতজুরে
জীবন মৃতু পারাপারে,
মনের ময়না খাঁচা ভেংগে
যাবে অনেক দুরে।
খাঁচা থাকবে পরে ক্ষয়ে যাবে ধীরে ধীরে
বিলিন হবে রবে না কিছু
আপন বলে আপন নিরে।