পহেলা বৈশাখ ও করোনা
আজহারুল ইসলাম আল আজাদ

বাঙ্গালীর ঘরে এলে পহেলা বৈশাখ
খোকাখুকির নাচানাচি কত হাক ডাক,
কেউ পরে হলুূদ শাড়ী কেউবা পরে লুঙ্গী
কেউ পরে বৈশাখী করে রঙ মাখামাখী।
পাটশাখ ইলিশ মাছ মরিচ পিঁয়াজ,
পান্তা খাবার ধুম পরত ঘরে ঘরে আজ।
নদীর ধারে ঘাটের পরে বসত যে মেলা
দেখার মত মজার মজার কত যে খেলা।
পিঠ ফোঁড়া ছায়াবাজি দেখতে চমৎকার
আরো থাকত হাতী ঘোড়া সার্কাসের ভেতর।

করোনা কেরে নিছে আজকের আয়োজন,
এত বড় উৎসবের দিনে ঘরে টিকে কার মন?
ঘরের ভিতর কি আর হয় বৈশাখী পালন?
উপায় যে নেই কোন সবি করোনার কারন।
হে খোদা আমরা পাপী ক্ষমা কর বান্দারে,
না হোক বৈশাখী পালন দুর করো করোনারে।