পহেলা বৈশাখ
মোঃ আজহারুল ইসলাম আল আজাদ
বর্ণিল সাজে ভুবন কে সাজাতে
এলো পহেলা বৈশাখ।
,প্রজাপতির পাখায় রং মেখে
এলো পহেলা বৈশাখ।
,
শিশুর হাতে কাগজের ঘুরি উড়াতে
এলো পহেলা বৈশাখ।
,সঙ সেজে ঢঙ করতে
এলো পহেলা বৈশাখ।
,
অতীতকে পিছনে ফেলে নতুনের গান
গেয়ে এলো পহেলা বৈশাখ।
,মাঝির কন্ঠে সুর নদীর দু কুল
ঘেষে এলো পহেলা বৈশাখ।
,
মাঠের কৃষান কৃষানীর মুখে হাসি
নিয়ে এল পহেলা বৈশাখ।
,চাঁদনী রাতে ফুলে ফুলে রুপ ছড়াতে
এল পহেলা বৈশাখ।
,
মেঘের গর্জণ ধরার বুকে বৃষ্টি নিয়ে
এলো পহেলা বৈশাখ।
,শহরে বন্দরে গায়ে গায়ে মেলা নিয়ে
এলো পহলা বৈশাখ।
,
গাছে গাছে নতুন পাতার মর্মর ধ্বনি
নিয়ে এলো পহেলা বৈশাখ।
,নতুন বধুর পরনে বৈশাখী শাড়ীর ভাজে
এলো পহেলা বৈশাখ।
,
পুরাতন বছর কে বিদায় জানাতে
এলে পহেলা বৈশাখ।
শিশুদের আনন্দের সাথী হয়ে
এলো পহেলা বৈশাখ।
পুরাতনকে বিদায় জানাতে
এলো পহেলা বৈশাখ।
ভালো থাকুক কুল মাখলুকাত,
দুর হোক পশুভাব জাগ্রত হোক দেবভাব।