পিতার পাঁজর ভাঙ্গার শব্দ
  আজহারুল ইসলাম আল আজাদ
------------------------------------------------------------
আগস্ট এলে শুনি পিতার
পাঁজর ভাঙ্গার শব্দ,
রাসেলের কান্না বাতাসে,
ভেসে আসে মেঘের জলে,
মায়ের ঝাঝড়া বুকে
লাল স্রোতে  ছুটে চলা রক্ত নদী
বন্ধ নি:শ্বাস ছন্দ হারায় বীর বাঙালী,
আর ওরা দাঁত কেলিয়ে হাসে।

উস্কানীতে নাচে
আজ উন্নয়নের ধারাটাকে
বন্ধ করতে নাচে,
মিথ্যা নিয়ে নাচে,
৭১'এর নাচ ৭৫ 'এর নাচ
ছিলো উস্কে দেয়া, খেলে মৃত্যু খেলা,
আজও বুকে ওদের আছে;
ওরা আজও দাঁত কেলিয়ে হাসে।

আজহারুল ইসলাম আল আজাদ
মোবাইল :০১৭১৪৯১০২৫৯
mdazharul698@gmail.com