পতিতা
আজহারুল ইসলাম আল আজাদ
তাং ১২/১০/২১
দীর্ঘ দিনের পথ চলা
সুখে দুঃখে জীবনের কাব্যগাঁথা,
আকস্মিক বিপর্যয়ে ছন্দপতন;
ভালবাসার ঘরে নিবু দিপা বলী
আঁধারে একা বিয়োগে বিরাগ ভাজন
নতুনত্বে আবাস যেন অরন্যেরোধন।
বিষাদের ধ্বনি কর্নে বাজে
সাথী হারালো সাধ্য ফুরালো,
অংশিজনের নৈরাজ্যে ঘরখানি হল
পতিতালয়, পবিত্রতা থেকেও পতিতা।
সে ছিল যখন;
আমি তার মনি মুক্তা হিরে কাঞ্চন।