পথ শিশু
আজহারুল ইসলাম আল আজাদ
তারাগুলো জেগে পাহাড়া দেয়
বাগানের ফুলগুলো জোস্নায় নাচে,
রাত জাগা পাখিগুলো ডানা ঝাপটায়
পথ শিশুরা ময়লায় বোতল খুঁজে।
ভোরের আজানে বাড়ি যাবার পালা
বোতলের ময়লা পরিস্কার করা,
সকালে একটা পারাটা একটা চা
বস্তা কাঁধে ছুটে চলা ঘুম ছাড়া।
দিনগুলো এভাবেই কাটে,
বোতল বস্তা নিয়ে পিঠে।