ছড়া- পরিবার
আজহারুল ইসলাম আল আজাদ
তিনজন মিলে এক পরিবার
ভিন্ন তাদের মত,
সহজ সিদ্ধান্ত কঠিন করে
কাটায় দিবারাত।
প্রত্যেকে তার যুক্তি দেখায়
যুক্তি তাদের ঠিক,
চোয়াল মোটা বাড়ীর বুড়ি
দেখে না দিক্বিদিক।
বেটা বউয়ের যুক্তি মিলে
বুড়ীর যুক্তি ভিন্ন,
ভুল হলেও এটাই সঠিক
মেনে নিলে হয় ধন্য।
না মালে বাড়ীটা সে
মাথায় তুলে নাচে,
বেটা বউকে গাল-মন্দ করে
ভুতি নাশ করে অভিশাপে।
সহ্যের বাঁধ ভেঙে গেলে
স্বামী-স্ত্রীতে হয় মারামারি,
এই ঘটনা পরের দিনে বুড়ী
কয়ে বেরোয় টারিটারি।