পরানে সহে না
আজহারুল ইসলাম আল আজাদ

আমার আবাস তোমা হতে বেশ কিছুদুর দুরে
সকালে ফুল হাতে দাড়িয়ে থাক রাস্তার মোড়ে   বদন তোমার দেখব বলে তৈরী হতাম ভোরে
স্বপনে শয়নে বেঁধে রাখব তোমায় বাহু ডোরে।

কাছে না পাওয়ার শুন্যতা আমার মন জানে
তখনি পূর্নতা আসবে ফুল দিবে মাহিন্দ্রক্ষনে,
লজ্জাবতী লতার মত মুশরে থাক না দেখে
আমায় দেখে এগিয়ে আসো এঁকে বেঁকে।

ভরা যৌবন তোমার আকুতি ভরা চাহুনি
উঠতি বয়সের যুবক দেখিলেও যেন দেখেনি,
একবার দেখি বারবার দেখি মন যে মানে না
তোমায় নাপাওয়ার ব্যাকুলতা পরানে সহে না।

এক একটি রাত কেটে যায় ভাবিতে ভাবিতে
সারাক্ষন পাশে তোমায় চাই যা আছে নসিবে।