এখানে কবিতাটি দিন।পর
আজহারুল ইসলাম আল আজাদ
২৫/১২/২০২০

তোমারে একেলা ফেলে
বলতো কোথায় থাকি,
তুমি জীবন তুমি মরন
বাদ বাকি সবি ফাকি।

তুমি ছাড়া ধরিত্রির রুপ
ঘোলাটে হয়ে যায়,
পুত্র কন্যা বেহাত এখন
কেবা কাছে রয়।

আমি তুমি আছি বলে
ওরা  ছায়া পায়
মাটির ভীতরে যেতে হবে
সেথা কেউ কারো নয়।

চোখের জলে ভুবন ভাসালে
তাতে লাভ কিবা আছে,
তোমারে আমারে নিয়ে যেতে
যমদুত ঘোরে পিছে পিছে।

কোন একদিন প্রভাত কালে
তুমি আছ আমি নাই,
আমারে ঘিরে কাঁদবে সবাই,
মাটির ঘরে আমি একাই।