অভাবের সাথে সন্ধি
আজহারুল ইসলাম আল আজাদ
ত্রানের নামে ফটোসেশন
উপছে ভরা ভীর,
বস্তা নিয়ে টানাটানি
যুবকরা অস্থির।
ক্ষুদার জ্বালায় বুড়োবুড়ি
বসে নিস্তেজ হয়ে,
না পারে কইতে না পারে সইতে
লোক লজ্জার ভয়ে।
ত্রানদাতারা ভাঙ্গেছে নিয়ম
দোষ দিবেন কারে,
সামাজিক দুরুত্ব গেছে ভুলে
ত্রান নেওয়ার ভীরে।
কর্মের জীবণ মুক্ত জীবণ
ঘরের জীবণ বন্দী,
দীন মজুররা ক্ষিদেয় করছে
অভাবের সাথে সন্ধি।
ত্রান দিতে চাচ্ছেন যারা
দ্বীন দুখিদের মাঝে,
কষ্ট করে ঘরে ঘরে দিবেন
সকাল সন্ধা সাঁঝে।
সামাজিক দুরুত্ব বজায় রাখি,
এসো সবাই মিলে,
আল্লাহ নামের মালা জপি
সবাই দিলে দিলে।