গা ছুয়ে যায় পাগলা হাওয়া
মন ছুয়ে যায় নীল ভোমরা;
জাগে শিহরণ গভীর রাতে
সপ্নে দেখা তোমার সাথে।
সেই দেখাতে প্রেম জাগে
প্রেমের জ্বালা বুঝিনি আগে;
যৌবন কালের অনুরাগে
আসে না ঘুম নিশি রাতে।
জেগে জেগে পত্র লিখি
কখনও তোমার ছবি আকি;
তোমার নামে নিঃশ্বাস লই
তুমি যে আমার প্রিয় সই।
মুখে তোমার চাঁদের হাসি
তোমায় আমি ভালবাসি;
তোমার চোখ কাজল কালো
আমার তুমি প্রানের আলো।
বন্ধু কবে আসবে পাশে?
কাছে বসবে মুচকি হেসে!;
বন্ধু কবে হবে দরশন?
হবে কবে প্রেমালিঙ্গন?