তুমি তো সেই যোদ্ধা
যুদ্ধ কর মানবের ফুসফুসে,
তুমি তো সেই যোদ্ধা
সৃষ্টি কর গলায় খুসখুসে।
তুমি তো সেই যোদ্ধা
যুদ্ধ কর মানবের হৃদ পিন্ডে
তুমি তো সেই যোদ্ধা
যুদ্ধ কর পরিপাক তন্ত্রে।
লক্ষ প্রাণে ঘাটি করেছ স্থাপন
দখল করেছ দেহের সিংহাসন,
টালমাটাল করেছ বিশ্ব
সৃষ্টি করেছ লাশের পাহাড়,
কেরে নিয়েছ মানবের নিদ্রা আহার,
শত শত পরিবার আজ নিঃশ্ব,
তুমি তো করোনা অদৃশ্য।