অবাধ্য সন্তান
আজহারুল ইসলাম আল আজাদ
বাবা মায়ের অবাধ্য সন্তান
শোনে না বোঝে না কারও কথা,
নিজের মত চলে ধ্বংস হয়
তিলে তিলে সরে যায় মাথার ছাতা।
বাবা মায়ের কষ্ট বোঝার ক্ষমতা
কখনও হয় না তার,
যৌবন শক্তিতে বলিয়ান বলে,
কষ্ট দেয় বার বার।
নিজের খেয়ালে যা ইচ্ছে তা করে,
শেষে দোস দেয় কপালে,
অভিশপ্ত জীবনে কুল হারায়
বোঝে তার ভুলগুলো বিকালে।
যে মা গর্ভে ধরেছে তারে
তারেও করে অপমান,
সাবাস যুবক! অপেক্ষা কর
এ অপমান যে চলমান।
বাবা মায়ের কষ্ট বোঝার ক্ষমতা
কখনও হয়না তার,
নিজে বাবা হওয়ার পরে বোঝে
কিরুপ কষ্ট বাবার।
চলন বলনে সাবধান হও যুবক
বাবা মায়ের কথা মেনে চল,
খোদার পরে বাবা মা শ্রেষ্ঠ
না মানলে ললাটে অনল।