স্বাগতম! স্বাগতম! স্বাগতম! হে নতুন বছর,
দুর হয়ে যাক পুরোন বছরের গ্লানি যত,
নতুন আবেশে ভোরে পাখিরা মেলে ডানা
শান্তির সুবাতাসে মন খুলে নাচুক অবিরত।
বেহায়াপনা অশ্লীলতা দুর হোক সমাজে,
বিগত আঁধার কেটে আলো আসুক প্রভাতে
ধ্বংস হোক মদ জুয়া গাজার আসর
স্বাগতম! স্বাগতম! স্বাগতম! হে নতুন বছর।
কাম ক্রোধ লোভ হিংসায় হয়ে মোরা মত্ত
বিগত বছরে হয়ত উপেক্ষা করেছি সত্য,
সত্যের গান গাহিবার শক্তি দাওগো প্রভু
নতুন বছরে যেন অন্যায় কেহ নাকরি কভু।