নব জীবনের গান আমি গাইবই
সত্যকে সত্য মিথ্যাকে মিথ্যা বলবই,
আসুক যত বাঁধার পাহাড়,
আলোর মশাল হাতে নিয়ে চলবই
সে আলোয় জীবন রাঙ্গীয় তুলবই,
জলন্ত শিখা নিয়ে আমি নাচবই।
প্রভাতী পাখির গানে ফুলগুলি ফুটবেই
প্রজাপতির চোখে আলো আসবেই।
অশান্তির আঁধার দুর করে,
শান্তির বিজয় পতাকা নিয়ে নাচবই।
নিরাশার বাঁধ ভেঙে আশার প্রদীপ জ্বালাবই