জীবনের কিছু অতীত স্মৃতি
সদা জেগেছে ভেসে,
মনরে তোর উতাল পাতাল
সময় কেটেছে হেসে।

জীবনের চোরাগলি আর
চিপায় পড়ে পড়ে,
মরমে মরমে গেছ মরি
আশার হাত ধরে।

জীবন ক্ষয়ে, চলেছ নির্ভয়ে
জীবন তোমার নয়
সময়ের ভাগে ভাগ মিলে
নিঃশেষে শুন্য রয়।

দেখেছ খরা দেখেছ বান
দেখনি কখনও তুফান
আসিলে তুফান দেখবি তখন
কেউ হবে না আগুয়ান।