নিশির স্বপন।
মোঃ আজহারুল ইসলাম আল আজাদ
২৪/০৯/১৮
মানব কন্ঠে আসে শুধু
কিছু নেই কিছু নেই!
হারায়ে খোদার রহমত
আর নিয়ামতের খেই,
খুজে খুজে হয়রান
দরিদ্র বলছে সদা
অন্ন নেই বস্ত্র নেই
ঠাঁই নেই কিছুই নেই
ভাল খেতে পরতে চাই
এ টুকুই নিবেদন!
মধ্যবৃত্তরা ভাবছে
পাকা বাড়ী গাড়ী
বউয়ের দামী শাড়ী
জুতা ,জামা চাই
হালের গরু জমি জিরাত
চাই সম্পদ!
আরও কত কি?
বিত্তবান, রাজা বাদশা মন্ত্রী
হতে চান, মান সম্মান,
সমাজে মহিয়ান গরিয়ান!
চাই তার সব কিছুই
ভুড়ি ভুড়ি টাকা কড়ি
আরও চাই কার ট্রাক
ইটের ইমারত শহর নগর
সবি চলবে তার ইশারায়,
যা আছে নীল সীমানায়
তিনি হবেন রাজার রাজা,
কারো কিছু নেই ;
পৃথিবীর পান্থশালায়!
যত আছে ধন নয় আপন
দিয়ে ধন প্রভু নিরঞ্জন
বোঝে মন সবি নিশির স্বপন
মরণে সবি শেষ ;
নেই জীবনের বিশ্বাস।