নিরবতা
আজহারুল ইসলাম আল আজাদ
জানিয়াও জানি না কিছু কিছু কথা
মুখ ঢেকে চলি পালন করি নিরবতা।
তারপরও শুনি আমি নাকি দোসী
শুনে হজম করি নিরালায় বসে হাসি।
যে সমাজে আমার নিরব বসবাস
নিরবতা পালন করাও হয় সর্বনাশ।
কথা যদি বলি বড়রা দেখায় যুক্তি
যুক্তি চলে শুধু আলোচনার নাই মুক্তি।
যুক্তি দেওয়ায় হওয়া কাজ হয় অপ্রিয়
তবে নিরবতা পালন সেটিই মাত্র শ্রেয়।