আমার মনের মন্দিরে
তোমায় আসন পেতে দিয়েছি ;
নীলকন্ঠ পাখির গান
তোমার কন্ঠে শুনব বলে
কত রাত একাকী বিরহে কেটেছি!

আসন শুন্য রেখেছে,
আজও আসনি কাছে বসনি
গানও শুনাওনি।
বিরহের মালাখানি গলায় পরিয়ে
আমারে করেছ ভিখারী!

অনুতাপের ছোবলে আমারে
রেখে তুমি আছ মহাসুখে
তুমি আছ ডুবে আছ
প্রশান্ত মহাসাগরে।
তুমি শান্তিতে থেক,
নীলকন্ঠের গান আমি এখন আর
শুনতে চাইনা চাইনা!