নীল খামারী হতে নীলফামারী।
আজহারুল ইসলাম আল আজাদ

নীল সাগরের নীল জলে নীল পদ্ম ফুটে,
নীল চাষীরা নীল জলে নীল বেদনায় লুটে।

নীল বাবুদের সফেদ পোশাক নীলে রঙ্গীন,
নীল পরিরা ডানা মেলে নাচে ধীন- ধিনা-ধীন।

নীলাকাশে নীল ভোমরা বেরোয় ছুটে ছুটে,
নীল চাষিরা ক্ষুধায় জ্বালায় মরে মাথা খুঁটে

নীল বাবুদের আত্যাচারে নীল হয় দেহ,
নীলকান্ত পাখিরা সব করল নীল বিদ্রোহ।

নীল আঁচলে নীলাঞ্জনার পরনে নীল শাড়ি,
নীল খামারী হতে জেলা পেয়েছি নীলফামারী।

তাং- ০৩.০৬.২৪
রাত: ১১.৩০
কবি কুঞ্জ।