মৃত্যু যখন কম
শাসন ছিল বেশ,
মৃত্যু যখন বেশী
উলংগ হল দেশ।
প্রথম প্রথম সবার
মাক্স ছিল মুখে,
এখন আর মাক্স
পরবে কোন দুখে।
পুলিশ ভাইরা সেদিন
বলত স্বাস্থ্যবিধির কথা,
আজকে সবাই দেখি
পেয়েছে স্বাধীনতা।
শহর বন্দর মসজিদে
আগের মত ভীর,
তাই দেখে করোনা
আজ হচ্ছে অস্থির।
বেড়েই চলছে মৃত্যু
বেড়েই চলছে আক্রমন,
শোন ভাই শোন বোন
নিজে হই সাবধান।