নিজ স্বার্থ ষোলআনা,
আজহারুল ইসলাম আল আজাদ
সকাল সাঁঝে প্রিয় একসাথে চলি
মাঝে মাঝে মনকে তোমার কথা বলি,
ভুল ভাল ভালো মন্দ যতশত বুলি
প্রাণভরে দু'জনে সদাই খুলে বলি।
,
একদিন পথে হারিয়েছি কলম খানি
তুমি পেয়ে পকেটে রেখেছ দাওনি,
সেই থেকে ঘটে গেল স্বার্থের হানি
বন্ধুত্ব ছুটে দুজনে হলাম অভিমানী।
টলটলে স্বচ্ছ কচু পাতার পানি
পাতার ভিতর ভরপুর চুলকানি,
কাঞ্চাবরণ ঝলমলে দেহখানি
হৃদয় ভরা বন্ধু তোমার শয়তানী।
,
মিলেমিশে দু'জনের হল যাহা জানা
নিজের স্বার্থ দু'জনের'ই ষোলআনা।