একদিন যে নেতার ডাকে
আসত হাজার জনে,
আজকে সেই নেতার কথা
কেউ কেনবা না শোনে।
ভোটার ভাল কি নেতা ভাল
বোঝার উপায় কি?
আগে যে চামচা ছিল সে
আজকে নেতাজী।
কিছু কিছু ভোটার নেতার
পিছে পিছে ঘোরে,
চা পানের লোভে লোভে
ঘোরে সংসার ছেরে।
গুনি নেতা মানী নেতার
মান হারাল আজি,।
গুনীরা সব লুকাই গেল
চামচা কাজের কাজী।
নেতার নেতা পাতি নেতা
নেতার হুরোহুরি
বাপও নেতা ছেলেও নেতা
নেতার গড়াগড়ি।
গুনী জনে বিনা ভোটে
হয় যে এখন নেতা,
যার প্রাপ্য সেই পায়
তারাই সমাজের মাথা।