নারী দিবসে ওগো নারী
আজহারুল ইসলাম আল আজাদ
নারী দিবসে ওগো নারী
শুভেচ্ছা স্বাগতম ও সালাম;
তুমি মা
শত প্রণাম,
তোমারি গর্ভে এসেছিলেন
রাসুলে আকরাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
হাজার মনীষীকে ধরায় এনেছ ;
ধরাকে করেছ উর্ব্বর ক্ষেত্র।
তাঁরা-
মুছায়েছে গ্লানি ছড়িয়েছে শান্তির বাণী,
তুমি মা গর্ভ ধারিণী হয়েছ বিশ্ব জননী।
তুমি বোন
শ্রদ্ধা স্নেহে,
মায়ার বাঁধনে জড়ানো তুমি;
একই রক্ত শীড়ায় বহমান,
ভাই বোনের খুঁনসুটি কত যে মজার
সম্পর্ক জন্মজন্মান্তর।
তুমি স্ত্রী
তুমি বাম পাঁজরের অংশ
সংসারময় সৃষ্টি করে যাও বংশ।
তুমি স্বামী সোহাগিনী, কুহেলি, লক্ষী, উর্বশী
তুমি ছন্দা সুনন্দীনি।
তুমি ঘর্মাক্ত শরীরের সুবাসিনী।
তুমি মেয়ে
তোমারে স্নেহের পরশে
আগলে রাখি বুকে। বেদন বেলা তোমার
হাসি মাখা মুখায়ব যেন শান্তির নীড়।
তোমার নরম হাতের ছোয়ায়
পৃথিবী ঘুমায় যেন কোলে।
তুমি পর্ণ নও তুমি পতিতা নও
ওগো নারী তুমি কল্যানকামী।
তুমি মা বোন স্ত্রী মেয়ে,
হিরা মুক্তা জোহরতের চেয়েও দামী।
তুমি আপনের আপন
তুমি প্রিয়জন।