মুঠোফোনে প্রেম
আজহারুল ইসলাম আল আজাদ
ছিল এত হাসি ঠোঁটে,
এখন জলে ভরা আঁখি,
অসাঢ় দেহে দেখে
রং পালিশের মেকি।
বুকপকেটে নজর
ভালবাসার কদর
মুঠোফোনে প্রেম,
বাজি খেলার গেম।
হিজরা কিংবা আবাল,
বিছায় মিষ্টি প্রেমের জাল
দেখা হলে অবাক,
এই প্রেমের হাল;
মুঠোফোনের প্রেমে
জীবনটায় জঞ্জাল।