পৃথিবীতে কোনকিছু থেমে থাকে না
নিজ গতিতে চলছে তো চলমান,
আমার পৃথিবীতে সব কিছু থেমে গেছে
তোমার পৃথিবীতে তো তুমি বলবান।
পুবালী বাতাস নদীর কলতান
সাগরের কান্না আর পাখির কূজন,
আজ তোমার শরীরে তোলে শিহরণ,
আমি বেঁচে থেকেও মৃত শুধু মুর্তিমান।
আকাশে মেঘের ভেলা এক পশলা বৃষ্টি
সবুজ ধানের ক্ষেত শালিকের গান,
সুক-সারির ভালবাসা নতুন কিছু সৃষ্টি
আমি নেই অনেক আছে তোমার প্রিয়জন।