মমতার অনুরাগে
আজহারুল ইসলাম আল আজাদ।
মুখের বুলিতে ভুলালে বন্ধু
ভুলালে মমতার অনুরাগে,
সহসায় তোমার পরশে
মনের হরসে তোমারি হয়ে
বুক ভেজে আজ চোখের জলে,
মন যে তোমার বিষে ভরা
শকুন চোখা হৃদয়ে অগ্নিকুন্ড
অঙ্গার হলাম পুড়ে সে অনলে
পুড়ব বলে জানিনে আগে।
ভুলালে মমতার অনুরাগে।
হেটেছি পিছু পিছু করেছি মাথা নিছু
সহ্য করেছি করিনি প্রতিবাদ
সে কি ছিল মোর অপরাধ,
ক্ষনিকে দুর করে দিলে
প্রেম প্রিতি মায়া মমতা মহব্বত।