মরেও অমর
আজহারুল ইসলাম আল আজাদ

সোনাতেও খাদ আছে
তোমাতে ছিল না কোন খাদ
তুমি ছিলে আসল সোনা,
চিনেনি রাজাকার জল্লাদ।

মনে ভেবে ছিল তারা
করতে হবে তোমায় কুপোকাত,
তারা করেছিল তাই,
সে দিন থেকে তারাও দেখেনি প্রভাত।

চুরি হলে সোনা খোঁজে
যেমন বাড়ির প্রতিটি জনগন,
তোমাকে মেরেছে যারা
তাদের ফাঁসি হল তাই প্রমাণ।

পিতা! বাংলার বাঙালি
কখনও ভুলেনি এলেও তুফান,
মরেও অমর তুমি
মহান নেতা শেখ মুজিবুর রহমান।