মন্ডবতে পুজার পায়ে
আজহারুল ইসলাম আল আজাদ
তাং ১৪/১০/২০২১খ্রিঃ
মন্ডবতে পুজার পায়ে
কোরআন এল কেমন করে?
কেমনে গনেশ কোরআন আনে
মুসলিম গৃহে প্রবেশ করে।
মাটির মূর্তি এখন বুঝি,
মানুষের মত হাটতে জানে,
তা নাহলে কেমন করে,
কোরআন রাখে পায়ের পরে।
ধুর তেরি ছাই এত চিন্তায়
নির্ঘুমরাত এমনি কাটে,
মাটির মূর্তির সাধ্য আছে
কোরআন পায়ে বসে পাঠে।
মানুষ রুপী কোনো জানোয়ার
এমন কাজে লিপ্ত আছে,
ষড়যন্ত্রের জাল বুনে সে
খেল তামাশা দেখছে বসে।
এখন বুঝি হিন্দুরা সব
অবমাননা করছে কোরআন?
ভাবছে বসে লাগছে খেলা
ক্ষেপে উঠবে সব মুসলমান।
সম্প্রিতির বাংলাদেশে
এমন চিন্তা কেমনে আসে?
হিন্দু মুসলিম নেই ভেদাভেদ
সবাই আছি মিলেমিশে।
একই দেশে বাস করি
একই ঘাটের জল খাই,
মোদের একই হাটে বেচা কেনা
মোরা হিন্দু মুসলিম ভাই ভাই।
যে করেছে এমন অন্যায়
তারতো কোন জাত নাই,
সঠিক তথ্যে অন্যায় কারীর
বিচার চাই বিচার চাই।