মুক্তি
আজহারুল ইসলাম আল আজাদ

এখন দেখি বয়সের ভারে
মরছে অনেক জনে,
সেটিও নাকি করোনার মরা
ভাবনা সবার মনে।

হার্টের ব্যথায় মারা গেল
ও পাড়ার রহিমা,
কেউ গেলনা দেখতে তারে
তার হয়েছে করোনা।

গ্রামের এক জ্ঞানী মানুষ
সেথায় এল ছুটে,
ছেলে মেয়েরা লাশের পাশে
কাঁদছে লুটে পুটে।

তার যাওয়া দেখে আস্তে আস্তে
জুটে এল গ্রামবাসী,
জ্ঞানী লোকে বলল করোনা হলে
হবে জ্বর আর কাঁশি।

শ্বাসকষ্ট গলা ব্যথা ডায়রিয়া
যদি কারো হয়,
জেন তোমরা সবাই তার
করোনা হয়েছে নিশ্চয়,

এই কথা শোনার পরে,
জনমনে কেটে গেল ঘোর,
জানাযা করে রহিমারে
দেয়া হল যে কবর।

সব রোগে যে করোনা নয়
ধারণা থাকা চাই,
কার কিভাবে মৃত্যু হবে
জানেন মালিক সাঁই।

গোটা বিশ্বে করোনা এখন
মরণ একটি ব্যাধি,
করোনা হলে পর হয়ে যায়
আপন সঙ্গী সাথী।

এসো সবাই ঘরে থেকে
মেনে চলি বিধান,
বাইরে গেলে মাক্স যেন
করি পরিধান।

ঘরে ঘরে ইবাদতে
কাটাই দিবা রাতি
আল্লাহ পারেন মুক্তি দিতে
আল্লাহর কাছেই কাঁদি।