যে দিন তোমার সিনাহায়
আমার সিনহার হবেনা আলিঙ্গন,
চোখের ইশারা মুচকি হাসি
আর শরীরের হবেনা মিলন
সে দিন তোমায় ভালবাসি
এটি মিথ্যে হয়ে যাবে।
এ পৃথিবীর সবকিছু বৃথা হয়ে যাবে,
বলার ভাষা হারিয়ে যাবে
কিছুই বলার সাধ্য কুলাবে না।
সুখ কি বোঝার মত দুখী আমি রইব না
আমি একঘাট পার হয়ে অন্য ঘাটে পৌছিবার নাও খুঁজছি।
সে দিন জোস্নার আলো,
পাখির গান সকালের শিশির
আমায় আর জড়াতে পারবে না;
তোমার ভালবাসা।
আমার তোমায় বেধঘুটে চেহারার সুন্দর
মুখাবয়ব দেখতে হবে না।
শুনব না,তোমার মানা
মানব না তোমার আদেশ
থাকবে না কোন অভিধান
থাকবে শুধুই কোরআন।
নেই তো আইন।
আইন শুধু আমাকে সাজায়ে দেয়ার কথা বলবে।
আর তুমি সেত ভিন্ন কথা
সাথে থেকেও তুমি পর,
শুধু ভা্ঙ্গবে তোমার অভিমান।
আর ভালবাসা ;
কার সাথে অভিমান করে লুকাবি মুখখানা
কার জন্য কিসের জন্য পালিয়ে বেড়াবি কিন্তু পার পাবি না।
আমার উপর তোমার কোন অভিমান খাটবে না।
খাটবে না কোন শাসন
দেখব না চক্ষু মেলে তোমার রাগ।
সরম লজ্জা আমার উঠে যাবে আমার দেহের সব কিছু নেড়ে চেরে দেখার সুযোগ পাবে;
সেটিও তোমাকে লজ্জায় ফেলবে।
তখন আর আমার ফেরার সময় থাকবে না।
আর ভালবাসা!