মৃত্যুর নিয়তি
আজহারুল ইসলাম আল আজাদ
জীবনে শত শতবার হারিয়েছি পথ,
শুণ্য এ বুক শুধুই হাহাকার
নিস্তেজ ঘোড়া ছুটছে অনন্তকাল,
না মিটে সাধ আশায় নিরাশ মনোরথ।
এ বুকে কখনও জলোচ্ছাস
কখনও সিডোর কখনও আম্ফান
কখনও টর্ণেডো কখনও ভাইরাস
কত তেজি পালোয়ান চিরনিদ্রায়
পৃথিবীর বুকে হেথায় সেথায়
পড়ে রয়, অথবা কাতরায় মৃত্যু যন্ত্রনায়।
টিভির পর্দায় আসে না সবার খবর
কারো কপালে জোটেনা জানাজা কবর।
মৃত্যুর নিয়তি বিষ্ময়,মৃত্যুর পথ নিরাপদ,
না মিটুক সাধ আশায় নিরাশ মনোরথ।