মৃত্যু পূর্বাবস্থা
আজহারুল ইসলাম আল আজাদ।
ভাল লাগছে না
দুমরে দুৃমরে গুমরে কাঁদছে
পেটের নিচের অঙ্গটি বিকল,
যেখানে কাল পুরুষের বসত,
হতাশায় প্রজা সকল।
কেন এমন হয়?
থেকেও কি যেন নেই
ভোগে হতাশায়,
ভূকম্পনের অবস্থা
যেন শেষ করে দিয়ে
করবে বিকল।
গাঙ্ ফেটেছে বসন্তের শেষে,
ময়লা জমেছে সারা বুকে,
বর্ষার জলে হয়না পরিস্কার
সেথা জ্বলে সদা দাবানল।
ঐখানে সকাল সাজে
কেউ করেনা চলাচল;
আজ অচল
হয় না এখন ফসল।
ভরা যৌবনে ছিল কত সুখ;
ফুটেছিল পদ্ম শাপলা শালুক
শুন্য হৃদয় বিদায় বেলা,
যাবার অপেক্ষা,শেষ খেলা,
দিনকাটে আজ
মৃত পূর্বাবস্থায়।