আশায় বাঁধি বুক
প্রভু যে বেমুখ,
কি জানি কি হয়?
হাজারে হাজারে ক্ষয়,
সদা ভুগি নিরাশায়।
হারাম রাতের ঘুম
প্রিয়জন হারায় বেমালুম,
পাঁচ জনে কবর খুঁড়ে
আপণ রহে দুরে,
বুকে চা্ঁপা পরে দুরুম।
এধরায় কেউ কারো নয়,
আপণ শুধু কাফণ,
মিছে মায়া মিছে প্রলোভণ।