বাতাসে ভর করে ফরিং উপরে উঠছে,
চৌদ্দ হাজার ফিট উপরে উঠে চলল
ফরিং এর ভিতরে মানুষের বসবাস
অসংখ্য চোখে মানুষের চোখ
পৃথিবীতে কিছুই নেই শুধু একটি চিত্র।
নিচে যেন মেঘের পাহাড়।
শুন্যের উপরে ফরিং গিলতে পারত,
করার কিবা ছিল তা হয়নি যখন
প্রিয়ার ভালবাসা অটুট র'ল।
ফরিং নামাল ভু গর্ভে
এইতো ছিলাম মেঘের উপরে।