মেঘ পাহাড়ের টক্কর
আজহারুল ইসলাম আল আজাদ
মেঘ পাহাড়ের টক্করে
মেঘ পরে যায় চক্করে,
জল গড়িয়ে মর্ত্যেতে;
সৃষ্টি করে নদী,
মাটি সরিয়ে স্রোতধারা
ছিন্নছাড়া বাঁধন হারা,
গড়গড়িয়ে আছড়ে পড়া;
চলে নিরবধি।
বাষ্প হয়ে ভাসে বাতাসে,
ছুটে চলে মন হাতাসে,
ধাক্কা খেয়ে সেই পাহাড়ে,
কান্না জন্মাবধি,
মেঘ বড়াইয়ের আছে ক্ষেত্র
নীল গগণ ঢাকে মাত্র
বড়াই করার সাধ্য কোথা?
উড়ে , বাতাস বহে যদি।
ক্ষীণমনা মানুষের এত ফক্কর,
জাত না বুঝে মারে টক্কর।।