মায়ের ভাষা
আজহারুল ইসলাম আল আজাদ
মাতৃভাষা মানে মায়ের মুখের ভাষা
মাতৃভাষা মানে মরণপূর্ব বেঁচে থাকার আশা।
মাতৃভাষা মানে আধো আধো বোল,
মাতৃভাষা মানে বাড়ন্ত শিশুর দুরন্ত সোরগোল।
মাতৃভাষা মানে বর্ণমালায় আঁকিবুঁকি
মাতৃভাষা মানে প্রেম প্রীতির চোখাচোখি ।
মাতৃভাষা মানে মায়ের কন্ঠে ধ্বনি
মাতৃভাষা মানে যা জন্মাবধি আজও শুনি।
মাতৃভাষা মানে শিল্পীর মুখের গান
মাতৃভাষা মানে সালাম বরকত জব্বারের আত্মদান।
মাতৃভাষা মানে পাখপাখালির কূজন
মাতৃভাষা মানে নদ- নদী সাগরের কলতান।
মাতৃভাষা মানে ফুল ফসলের হাসি
মাতৃভাষা মানে চাঁদের কিরণ ঝড়ে রাশি রাশি।
মাতৃভাষা মানে রজণী শেষে ফজরের আযান
মাতৃভাষার শক্তিতে পরাজিত পাকিস্তানি শয়তান।
মাতৃভাষা মানে মায়ের পাঁজর ভাঙ্গার গান
রক্তে বিনিময়ে রক্ষা করেছি বাংলা ভাষার মান।
মাতৃভাষা মানে জয় বাংলার স্লোগান
মাতৃভাষা মানে মাগো তোমার তুলনা তুমি মহিয়ান।