আজ কাল পরশু
কতদিন হল গত?
খোকা তুমি এলে না ফিরে!
অপেক্ষায় থেকে থেকে
পথ চেয়ে চেয়ে,
আজ এলে তুমি বাক্সের ভিতরে।
পুলিশ আর্মি বড় সাব
বুঝিনী তাদের হাবভাব
সরে যেতে বলছে আমারে।
পেটে ধরেছি
জন্ম দিয়েছি,
কেন আমি আজ যাব তারে ছেড়ে?
গাড়ী থামাল বাক্স নামাল
পাজড় ভেংগে চুরমার,
হে খোদা তুমি একি ঘটালে।
ছেলের অধিকার
নাই কি আমার,
শেষ চুমু দিতে চাই খোকার কপালে।
আমি পোড়া কপালী,
অভাবে ঢাকা গেলি,
লাশ হয়ে চলে এলি মা বলনি না,
কি অপরাধ করেছি খোদা,
চানবদন খানি দেখালি না
তুই ধ্বংস হ ধ্বংস হ করোনা ধ্বংস হ।