মায়াময় ধরা
আজহারুল ইসলাম আল আজাদ
কাহারে সুধাই, " সে কেমন আছে?"
দিবানিশি অশ্রুজলে হিয়া ভাসে।
আদর স্নেহ ভালবাসা সবি মিছে
আপন বল আছে কে বেলাশেষে?
ভাই ভগ্নি স্ত্রী পুত্র কন্যা শুধু মায়া
কাহার সাধ্য আছে করবে দয়া।
কাহারে সূধাই," সে কেমন আছে?"
ধরাতো দেয় না যদিও সে পাশে
দেখতে মন চায় ডাকলে আসে না
চিনতে চেষ্টা করেও যায় না চেনা।
মায়াময় এ ধরায় কে আছে আপন?
ক্ষনিকের ভালবাসা সবি দেখি স্বপন।