মাতৃভাষা
আজহারুল ইসলাম আল আজাদ

জন্ম থেকেই বলছি আমি
মাতৃভাষায় কথা,
ভিন্ন ভাষা আসেনা মুখে,
জিহ্বায় জটিলতা।
ঘুমপাড়ানী গান আমি
শুনতাম মায়ের মুখে,
মাতৃভাষা বাংলা আমার
লালন করি বুকে।
সেই ভাষারই পরশ পেয়ে
হয়েছি আমি ধন্য,
বাঙালী হয়েছি আমি
বাংলা ভাষার জন্য।

তাং- ০৬/০২/২২
রাত -১১'০০ ঘটিকা
গাড়াগ্রাম।